স্রেডা গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে বৈদ্যুতিক যান সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের আমন্ত্রণ করে BADGE, USAID এবং NREL, USAID এর সহায়তায় ঢাকার গুলশানে অবস্থিত আমারি হোটেল এ Electric Vehicles (EVs) in Bangladesh: Select Topics For Building an EV Industry শীর্ষক কর্মশালা আয়োজন করে। এ কর্মশালায় বৈদ্যুতিক যানের চার্জিং স্টেশন সংক্রান্ত “বৈদ্যুতিক যান চার্জিং নির্দেশিকা” উন্মুক্ত করা হয় এবং উপস্থিত অতিথিদের মধ্যে নির্দেশিকাটি বিতরণ করা হয়। এ বিষয়ে স্রেডার ইভি ফোকাল পয়েন্ট ইঞ্জিনিয়ার তৌফিক রহমান একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে উপস্থিত অতিথিদেরকে এ গাইডলাইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। এছাড়াও এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ মুনিরা সুলতানা, এনডিসি, চেয়ারম্যান, গ্রেড-১, স্রেডা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ফারজানা মমতাজ, সদস্য (জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ)। এ কর্মশালায় বিদ্যুৎ সঞ্চালন, বিতরণ ইউটিলিটি, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, সড়ক ও জনপদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রাইভেট সেক্টরে কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপি এ কর্মশালায় একটি গ্রুপ ডিস্কাশনের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।